অবতক খবর,১৩ ফেব্রুয়ারী,মালদা:- মালদা শহরের এক বহুতলে চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হল চুরির সোনাদানা।পুলিশ সূত্রে জানা গেছে, চলতি মাসের ৬ তারিখে মালদা শহরের এক বহুতলে চুরির ঘটনা ঘটে। সেই ঘটনায় বহুতল মালিক ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এরপর পুলিশ চুরির ঘটনার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করে। সেই তদন্তে সাফল্য মেলে বৃহস্পতিবার। চুরির ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করে। জানা গেছে, ধৃতদের নাম সানি সরকার ও সমীর সাহা। পুলিশ তাদের হেফাজত থেকে উদ্ধার করে চুরি যাওয়া দুটি সোনার চুড়ি, দুটি সোনার চেইন এবং দুটি সোনার আংটি ।