অবতক খবর, সংবাদদাতা, জলপাইগুড়ি, সৌভিক দত্ত ::বুধবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মিভূত হলো একটি দোকান সহ বাড়ি। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের আরও একটি বাড়িও। মালবাজার ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের  মানাবাড়ি বস্তির ভানু মোড় এলাকার ঘটনা। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালবাজার থেকে দমকলের দুটি ইঞ্জিন। স্থানিয় বাসিন্দা প্রেম লামা, রাখী ছেত্রীরা  জানান ,  বুধবার দুপুর দেড়টা নাগাদ মায়া অধিকারি নামের এক মহিলার  বাড়ি থেকে কালো ধোয়া বের হতে দেখা যায়। নিমেষের মধ্যেই বাড়িটিতে আগুন জ্বলতে থাকে।

স্থানিয় মানুষেরাই বালতি করে জল এনে এবং জলের পাইপ দিয়ে আগুন নেভাতে নেমে পড়েন। খবর দেওয়া হয়  মালবাজার দমকল বিভাগকে। খবর পেয়েই মালবাজার থেকে দমকলের দুটি ইঞ্জিন ছুটে আসে।  দমকল আসার আগেই মায়া অধিকারির বাড়ি ও দোকানটি সম্পূর্ণ পুড়ে যায়। দমকল এসে আগুন আয়ত্তে আনে তবে আগুন লাগার সময়  ঘরের ভেতর কেউ না থাকায় অগ্নিকান্ডের হাত থেকে প্রাণে বাঁচেন বাড়ির লোকজন। তবে বাড়ির জিনিস পত্র সহ সবকিছুই পুড়ে গেছে। কি কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে তার সঠিক কারণ জানা যায় নি।