অবতক খবর , সম্পা ভট্টাচার্য , মালবাজার (জলপাইগুড়ি) :- জলপাইগুড়ি জেলা প্রশাসন এবং মাল পুরসভার যৌথ পরিচালনায় শুক্রবার সন্ধ্যায় মাল শহরের কলোনি মাঠে শুরু হল মালবাজার শিল্প মেলা এবং ডুয়ার্স উৎসব।

ফিতা কেটে মেলার উদ্বোধন করেন মাল মহকুমা শাসক শান্তনু বালা।অন্যান্যদের মধ্যে ছিলেন মাল পুরসভার প্রশাসক স্বপন সাহা,কো-অর্ডিনেটর সমর দাস প্রমুখ।মেলায় পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য জেলা থেকে প্রচুর স্টল এসেছে।মেলা চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।