অবতক খবর :: শিলিগুড়ি ::৪ মে:: লকডাউন দেশজুড়ে। নেই কাজ। কাজ থাকলেও পড়তি বাজারে। তাই আপাতত মাস্ক সেলাই ও বিক্রি করেই চলছে সংসার। শিলিগুড়ির সন্তোষীনগরের বাসিন্দা শিবকান্ত মণ্ডল। পেশায় দর্জি। পাঁচ সদস্যের পরিবার। লকডাউন ঘোষণা হওয়ার পর থেকেই চিন্তায় পড়ে যান সংসার চালানো নিয়ে। সঞ্চয়ের টাকাও প্রায় শেষ।
শেষমেষ বাধ্য হয়ে বন্ধ দোকানের সামনেই সেলাই মেশিন নিয়ে বসে পড়েন। কাপড় দিয়ে নিজেই বানাতে শুরু করেছেন মাস্ক। ইতিমধ্যেই একা হাতে বানিয়ে ফেলেছেন কয়েকশো মাস্ক। সেই মাস্ক বিক্রি করেই এখন সংসার চালাচ্ছেন শিবকান্ত বাবু। তবে কোনওদিন পাঁচশো টাকার মাস্ক বিক্রি হলেও আবার কোনোদিন হয়তো মাত্র একশো টাকা আয় হচ্ছে। তাতেই এমন অবস্থাতেই এখন দিন কাটাচ্ছেন শিবকান্ত বাবুর মতো অনেকেই।