অবতক খবর :: জলপাইগুড়ি :: ২১ জুন :: করেনা সংক্রমণ ঠেকাতেই মাষ্ক পরা বাধ্যতামূলক। তাও টিকিট কাটবার লাইনে মাষ্ক না পড়ে দাঁড়ানোয় এক ব্যক্তিকে লাইন থেকে বের করে দেওয়া নিয়ে প্রবল গন্ডগোল লাগলো নিউ জলপাইগুড়ি ষ্টেশনে।
আজ সকালে এক ব্যক্তি মাষ্ক ছাড়াই লাইনে দাঁড়ান, কেন তিনি লাইনে মাষ্ক ছাড়াই দাঁড়িয়েছেন এই কথা জিজ্ঞাসা করেন টিকিট কাউণ্টারের এক মহিলা।তখন তিনি জানালেন মাষ্ক তার পকেটেই আছে।তখন তাকে এক যাত্রী মাষ্ক পড়তে বলতে তিনি রেগে যান। রাগান্বিত হয়ে কিছু বলতেই বেধে যায় ঝামেলা। পরে তা ছড়িয়ে পড়ে সবার সাথে। অবশেষে আরপিএফ এসে ঝামেলা মেটায় এবং ওই ব্যক্তিকে বাড়ী গিয়ে মাষ্ক পড়ে আসার নির্দেশ দেওয়া হয়।