অবতাক খবর, সংবাদদাতা, হুগলি :: চলছে লকডাউন এর মধ্যে সরকারি বিধি নিষেধ মেনে চার হাতে আবদ্ধ হলেন হিরু ও নোয়েল। একটি বেসরকারী লজে এই বিষয়ে আয়োজন করা হয়েছিলো।তবে এখানে নিমন্তিত সকল মানুষের প্রথমে মেয়ের বাড়ির পক্ষ থেকে সকলকে সেনিটাইজার করার পাশাপাশি সবার হাতে মাস্ক তুলে দেওয়া হয়।
সকলের উপস্থিততে পুরোহিতের মন্ত্র উচ্চারন ও উলু শঙ্কধ্বনির মধ্যে দিয়ে তাদের চার হাত এক করে দেওয়া হয় । পাত্র ও পাত্রী দুজনেই বলেন আগে আনন্দ না আগে মানুষ। মানুষ বেঁচে থাকলে সব হবে । তাই দূরত্ব বিধি মেনে হয় বিয়ে এহেন কাজে বিয়ে বাড়ীতে আসা প্রত্যোক মানুষ সাধুবাদ জানিয়েছেন।