অবতক খবর,৩১ মার্চ:  আনন্দ পরিসরে প্রতিটা বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি চলে নাচ গান আবৃত্তি।আর আনন্দ পরিসরে ছোট্ট ছোট্ট শিশুদের খুশি ও আনন্দ দিতে মাস ভিত্তিক শিশুদের জন্মদিন পালন করল বেলডাঙা চক্রের ৩০নং আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ।

সামনে রাখা আছে বড় কেক ।পিছনে রয়েছে ১১জন শিশু তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল শিশু সংসদের খাদ্য মন্ত্রী সকলের প্রিয় দীপ মণ্ডল। অন্য মাসগুলো খুব ব্যস্ত থাকে আর এবার যে ওর জন্মদিন তাই প্রধানমন্ত্রী অর্পণ মণ্ডল ও তার টীম ব্যাবস্থাপনায় দায়িত্ব এ ছিল। হ্যাপি বার্ড ডে টু ইউ ধ্বনি মুখরিত হচ্ছে বন্ধু বান্ধবীদের কন্ঠে।এমনই অভিনব কর্মসূচিতে গত ৭বছর থেকে হয়ে আসছে এই বিদ্যালয়ে। বিদ্যালয়ের এগারো জন খুদে পড়ুয়ার জন্মদিন এই মাসে ।

বাঙালি প্রথা মতো ধান দূর্বা, শঙ্খধ্বনী ও চন্দনের ফোঁটা দিয়ে সকলকে বরণ ও আশীর্বাদ করলেন প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত সহ শিক্ষক অমিত রায়, রাজেন্দ্র প্রামাণিক ও অর্নব সরকার। উপস্থিত অভিভাবিকারা ।লক্ষন করে খাওয়ানো হলো তাদের পায়েস। মার্চ মাসে যে সকল শিশুর জন্মদিন তাদের একসাথে জন্মদিন পালিত হলো বেলডাঙা চক্রের স্বচ্ছ বিদ্যালয় ও নির্মল বিদ্যালয়,শিশুমিত্র বিদ্যালয় পুরস্কার প্রাপ্ত ৩০নং আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে।

মাস ভিত্তিক শিশুদের জন্মদিন পালন এই অভিনব কর্মসূচি জন্য গত ২০১৯ সালে প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত পেয়েছেন জাতীয় শিক্ষক এর সম্মান।বিদ্যালয়কে একেবারে সমাজ ও পরিবারের অংশ এই ভাবনায় বহু কর্মসূচী গ্রহণ করেছেন তার মধ্যে মাস ভিত্তিক জন্মদিন পালন অন্যতম।শিশুদের বিদ্যালয় মুখী করতে এর ভূমিকা উল্লেখযোগ্য। নিজেদের মধ্যে হলো নাচ -গান আবৃত্তি। বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা পত্র তুলে দেওয়া হয়।