অবতক খবর , অভিষেক দাস , মালদা :- কন্যা সন্তানের জন্ম হওয়ায় জঙ্গলে ফেলে গেল জন্মদাতারা।সেই শিশুকে জঙ্গল থেকে উদ্ধারের পরে স্তন পান করালেন অন্য এক মা।জঙ্গল থেকে উদ্ধার হলো এক সদ্যোজাত কন্যা শিশু। আর যা ঘিরে চাঞ্চল্য পুরাতন মালদার চিতলপুর এলাকায় ওই শিশুর কান্নার আওয়াজ শুনে গ্রামের কয়েকজন মহিলা ঝোপ থেকেই ওই কন্যাশিশুকে উদ্ধার করে।
এরপর গ্রামেরই এক গৃহবধূ ওই সদ্যোজাতকে স্তনপান করান। পরে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। জরুরিকালীন চিকিৎসা দেওয়ার পর সুস্থ রয়েছে সদ্যোজাত কন্যা শিশুটি । রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের চিতরপুর এলাকায়। স্থানীয় মহিলাদের একাংশের অভিযোগ, কন্যা সন্তান হওয়ার কারণেই হয়তো ওই সদ্যোজাতকে ঝোপের মধ্যে ফেলে পালিয়েছে পরিবারের লোকেরা। এই ঘটনায় পুরাতন মালদা থানার পুলিশের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন চিতরপুর এলাকার বাসিন্দারা।