রাষ্ট্রীয় কৃষি বিলের বিরোধিতায় বিক্ষোভে সামিল কিষাণী মায়েরা পাঞ্জাবের পাটিয়ালায়। তৈরি হচ্ছে লড়াইয়ে মৃত্তিকা-মায়েরা হরিয়ানায়, উত্তর প্রদেশে, ছত্তিশগড়ে, বঙ্গীয় উপত্যকায়…

মা কিষাণী
তমাল সাহা

তেভাগা তেলেঙ্গানা
নকশালবাড়ি সিঙ্গুর
চোখ গিয়েছে যতদূর…
দেখেছি কিষাণী মায়েদের মুখ
মেখেছে আন্দোলনের রোদ্দুর!

কখনো দেখেছি মা রুদ্রাণী
হাতে তুলে নিয়েছে কাস্তে,
নেমেছে লড়াইয়ে বাঁচাতে ও বাঁচতে।

কৃষি বিদ্রোহে
মৃত্তিকা ও মা এক হয়ে গেলে
রাষ্ট্রীয় রোষ কি করতে পারে?
ইতিহাসে তা প্রমাণিত বারেবারে।

মায়েদের সঙ্গে কন্ঠ মেলাতে
অক্ষর সাজালাম—
মা তুঁঝে সালাম!