অবতক খবর,৮ সেপ্টেম্বর: পূর্ব মেদিনীপুরের ময়না উত্তর মণ্ডলের যুবমোর্চার সভাপতি প্রশান্ত দাস, মাইনরিটি মোর্চার মণ্ডল পদাধিকারী আলকাস আলী ও শক্তিকেন্দ্রের প্রমুখ বিভাস দাসকে মিথ‍্যা মামলায় ময়না থানার পুলিশ গ্রেফতার করেছিল। সোমবার তাঁদের আদালত জামিন দিয়েছে। মঙ্গলবার সন্ধায় তাঁরা জেল থেকে মুক্তি পেয়ে নিজের বাড়িতে ফিরে আসে। ময়না থানার পুলিশ সারা পশ্চিমবঙ্গের ন‍্যায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের তৃণমূলের নেতাদের কথায় অহরহ মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করছে, এমনই অভিযোগ বিজেপির।
ভোট পরবর্তী হিংসা নিজেরাই সৃষ্টি করে বিজেপিকে ইচ্ছাকৃত ভাবে দোষারোপ করছে।

মিথ্যা শ্লীলতাহানির কেস সাজিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু আদালত জামিন দিয়ে তাঁদের মুক্তি দেয়।

এ বিষয়ে তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি আশীষ মণ্ডল বলেন, আমরা ওদের মিথ্যা ভয়ে পিছিয়ে পড়ব না, সারা রাজ্যের সাথে ময়নাতেও তৃণমূল পুলিশকে কাজে লাগিয়ে মিথ্যা মামলায় বিজেপি কার্যকর্তাদের ফাঁসাচ্ছে। এর তীব্র প্রতিবাদ জানাই, এমন চলতে থাকলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামব আমরা, এমনই হুঁশিয়ারি দেন তিনি।