অবতক খবর,১৮ ফেব্রুয়ারী : মিলনপল্লী রেলগেট সংলগ্ন এলাকায় রেলে কেটে মৃত্যু হল বছর ত্রিশের এক ব্যক্তির। বাড়ি থেকে ১০০ মিটার দূরত্বেই ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা। জানা যায় বছর ৩০ এর এই যুবক নাম মোহাম্মদ ইমরান, পিতা মোহাম্মদ মংলু তার বাড়ি মিলনপল্লী রেলগেট সংলগ্ন এলাকায়।
বাড়ি থেকে ১০০ মিটার দূরত্বে রেল লাইনের উপর তার নিথর দেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা এবং প্রত্যক্ষদর্শীরা বলেন দুর্ঘটনার কিছুক্ষণ আগেও তিনি রেলগেটের কাছেই স্থানীয়দের সাথে বসে রোজকার মত গল্প গুজবে মেতে ছিলেন। ৮:৩৫ নাগাদ একটি ট্রেন মিলনপল্লী রেলগেট ক্রস করে। এই ট্রেনেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।
এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আরপিএফ এসে পৌঁছয়।স্থানীয় সমাজসেবী তথা ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর এর প্রতিনিধি বিক্রম দাস বলেন এই রাস্তাটি বিহার এবং বাংলার সংযোগকারী একটি রাস্তা। সেই হিসেবে এই রেল গেটটির একটি গুরুত্ব রয়েছে । মাস খানেক আগেও এক মহিলার রেলে কেটে মৃত্যুর ঘটনা ঘটেছিল। প্রতিনিয়তই এই এই রেলগেট সংলগ্ন এলাকায় রেলে কেটে মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। তিনি এও বলেন তাদের দীর্ঘদিনের দাবি এখানে একটি ওভারব্রিজ বা আন্ডার পাস যদি এই এলাকায় হয় তাহলে নিত্যযাত্রীরা খুবই উপকৃত হবে।