নরেশ ভকত :: অবতক খবর :: ৯ই,ডিসেম্বর :: বাঁকুড়া :: জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে রবিবার মুকুটমণিপুরে অনুষ্ঠিত হলো সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। এই কর্মসূচিতে একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। কর্মসূচিতে এদিন পুরুষ ও মহিলাদের দুটি বিভাগে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।

পুরুষদের ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছিল পরেশনাথ মন্দির থেকে গরাবাড়ি পুলিশ ফাঁড়ি পর্যন্ত। অন্যদিকে মহিলাদের দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছিল মুসাফিরানা থেকে মুকুটমণিপুর পর্যন্ত।পুরুষ বিভাগে ১৮০০ জন প্রতিযোগী যোগদান করেছিলেন। মহিলা বিভাগে ৮০০ জন প্রতিযোগী যোগদান করেছিলেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলাশাসক উমাশঙ্কর এস, পুলিশ সুপার কোটেশ্বর রাও, খাতড়া মহকুমা শাসক রাজু মিশ্র, রানিবাঁধ এর বিধায়ক জ্যোৎস্না মান্ডি, খাতড়া পঞ্চায়েত সমিতির সভাপতি, খাতড়া পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ন্ত মিত্র প্রমুখ। সফল প্রতিযোগীদের হাতে এদিন ট্রফি ও প্রত্যেক প্রতিযোগীকে টি-শার্ট একটি করে মেডেল দেয়া হয়েছে।