অবতক খবর,৮ আগস্ট: শুক্রবার কৃষ্ণনগরে সংবাদমাধ্যমের সামনে মুকুল রায় বলেন,”তৃণমূল পর্যুদস্ত হবে এবং এই কৃষ্ণনগরে স্বমহিমায় নিজেদের প্রতিষ্ঠা করবে বিজেপি।”
তাঁর এই বক্তব্যের জেরে উত্তাল রাজ্য রাজনীতি।
এই মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়।
তিনি বলেন,”মায়ের চলে যাওয়ার বেদনা এখনও কাটিয়ে উঠতে পারেননি বাবা। তিনি মানসিকভাবে বিপর্যস্ত। বাবার দেহে সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। তিনি এখন অনেক কথাই মনে রাখতে পারছেন না। ভুলে যাচ্ছেন সাম্প্রতিক ঘটনাও। তার এই শারীরিক পরিস্থিতি নিয়ে চিন্তিত আমরা। এই পরিস্থিতিতে তাঁর মন্তব্যকে এইভাবে ফুলিয়ে ফাঁপিয়ে দেখা উচিত নয়।”
তবে মুকুল রায় অবশ্য জানিয়েছেন, তাঁর শরীরে কিছু অসুবিধা নেই। তিনি ভালো আছেন। মুখ ফসকে গিয়েছিল সেদিন, যা হয়েছে সেটা উচিত হয়নি।
অর্থাৎ শুক্রবারে মন্তব্য নিয়ে এখন আক্ষেপের সুর রায় বাবুর গলায়।