অবতক খবর , সংবাদদাতা , হুগলি :- মুক্ত মঞ্চ ফিরিয়ে দেওয়ার দাবীতে পথে নামলেন শিল্পীরা।চুঁচুড়া লঞ্চঘাট থেকে র্যালি করে হুগলি জেলা শাসকের দপ্তরের সামনে গিয়ে সভা করেন শিল্পীরা।লকডাউন সময়কালে কোনো বিচিত্রানুষ্ঠান হয়নি।আনলক পর্বেও বন্ধ অনুষ্ঠান।রুজি রুটিতে টান পরেছে শিল্পীদের।পুজোর সময় উৎসবের মরসুমে সাংস্কৃতিক অনুষ্ঠানের চাহিদা থাকে বেশি।
এবারে তা হয়নি।তাই সমস্যা বেড়েছে।গান করার অনুমতি চাইতে পথেই গান করছেন শিল্পীরা।কন্ঠ শিল্পী ,যন্ত্র শিল্পী ,এ্যাঙ্কার, নৃত্য শিল্পী ,লাইট সাউন্ড, ডেকরেটার গাড়ি, সব মিলিয়ে রাজ্যে কয়েক লক্ষ লোক এই পেশার সঙ্গে যুক্ত।শুধু হুগলি জেলাতেই রয়েছে পাঁচ হাজার।শিল্পীরা সভা থেকে দাবী তোলেন তাদের অনুষ্ঠান করার ছাড়পত্র দেওয়া হোক।সিনেমা হল ,শপিং মল ,নাটক ,যাত্রা খোলার অনুমতি দিয়েছে সরকার।
ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সব কিছু করোনা প্রকোপ থাকলেও ছন্দে ফিরছে জীবন।শিল্পীদেরও দাবী তাদের স্বাভাবিক জীবনে ফিরতে মঞ্চে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হোক।