অবতক খবর,১২ জুলাইঃ মুখে ওমেন্স এমপাওয়ারমেন্ট এর কথা বললেও এমনকি পিছিয়ে থাকা আদিবাসী মানুষজনের এম্পাওয়ারমেন্টের কথা বললেও কাজে সেই কথা রক্ষা করতে ব্যর্থ,, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দ্রৌপদী মুর্মুর মত একজন আদিবাসী পিছনে বর্গের প্রতিনিধিকে যখন ভারতবর্ষের রাষ্ট্রপতি পদে বর্তমান কেন্দ্রীয় সরকার প্রজেক্ট করে তখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী তার স্ট্যান্ড বদলে ফাপড়ে পড়ে যান।
রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু এদিন রাজ্য সফরে এসে বিবেকানন্দ র বাড়িতে গিয়ে তাকে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে কর্মসূচি শুরু করলেন। এদিন এ রাজ্যের সমস্ত বিজেপি সাংসদ ও বিধায়কদের সঙ্গে ও তিনি মিলিত হবেন বৈঠক করবেন।
তাঁর জয় একপ্রকার নিশ্চিত,এটা উপলব্ধি করেই ফারুক আব্দুল্লাহ থেকে শুরু করে গোপাল কৃষ্ণ গান্ধীর মত মানুষ রনে ভঙ্গ দিয়েছেন বলে এদিন কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল।