কৃষক বিদ্রোহ ক্রমাগত লড়াইয়ের অন্য দিশা দেখাচ্ছে। সামাজিক গণ আন্দোলনের রূপান্তরিত হতে চলেছে। কৃষক শ্রমিক জনতা সংহতি ক্রমশ জোরদার হচ্ছে।
মুখোমুখি
তমাল সাহা
তোমার আছে
জলকামান, মেশিন গান
আমার আছে
স্লোগান, গণগান।
তোমার আছে
রক্ত নেবার পেশা
আমার আছে
রক্ত দেয়ানেয়ার নেশা।
তোমার আমার
শুধু হয় দেখাদেখি
আমরা হতে চাই
পরস্পরের মুখোমুখি।
যতই আসুক ঝঞ্ঝা
এসো লড়ি একহাত পাঞ্জা
তোমার আছে ক্ষমতা
আমার আছে জনতা।