অবতক খবর,৬ এপ্রিল,বারাসাতঃ রাজ্যের মুখ্যমন্ত্রীকে “ডাইনি” বলার কারণে বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো বারাসাত থানায়। বারাসাত সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র শঙ্খশুভ্র সরকার শুক্রবার বিকেলে একটি লিখিত অভিযোগ করেন। তার দাবি রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কদর্য ভাষায় আক্রমণ করেছেন বিজেপির প্রার্থী।

মুখ্যমন্ত্রী আমাদের ছাত্র ছাত্রীদের কাছে মায়ের মত। আমরা কখনই মায়ের অপমান মেনেনিতে পারি না। মুখ্যমন্ত্রী যে ভাবে ছাত্র সমাজের পাশে দাঁড়িয়েছেন তা আগে কোন মুখ্যমন্ত্রী করেননি। ছাত্র সমাজ এই কুরুচিপূর্ণ মন্তব্য মেনে নিতে পারছে না। তাই স্বপন মজুমদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলাম। আমরা ছাত্র সমাজ তার গ্রেফতার দাবি করছে। আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামবো আমরা।

এই বিষয়ে বিজেপি বারাসত লোকসভা কেন্দ্রের প্রার্থী স্বপন মজুমদার,তার মন্তব্যের ব্যাখ্যা দেন,তিনি প্রথমেই সন্দেশখালির প্রসঙ্গ তুলে ধরেন,তিনি বলেন সন্দেশখালিতে যেভাবে মহিলাদের উপর অত্যাচার হয়েছে তৃণমূলের শাসনকালে,যে ধরনের অশুভশক্তি সন্দেশখালির মা বোনেদের উপর অত্যাচার করেছে সেই অশুভশক্তিকে তিনি ডাইনি বলেছেন,মুখ্যমন্ত্রী কে নয়।আর যারা তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে তাদের পড়াশোনা করার বয়স,তারা রাজনীতি ছেড়ে পড়াশোনায় মন দিলেই ভালো, পরামর্শ স্বপন মজুমদার এর।।