অবতক খবর,২৫ জুন: সোমবার নবান্নে পুরসভা ও উন্নয়ন পর্ষদ পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, সরকারি জমিতে থাকা বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়া মাত্রই মঙ্গলবার হালিশহর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাগমোড়ে রাস্তার ধারে থাকা হোটেল পুরসভার তরফে জেসিবি দিয়ে ভেঙে ফেলা হয়েছে।
বেআইনি উচ্ছেদ নিয়ে পুরপ্রধান শুভঙ্কর ঘোষ বলেন, কিছুদিন আগেই পুরসভার পক্ষ থেকে হোটেলটিকে ভাঙার ব্যাপারে নোটিশ করা হয়েছিল। গতকাল মুখ্যমন্ত্রী নির্দেশও দিয়েছেন বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে। যেখানে হোটেল ছিল সেটা ভেঙে জায়গা খালি করে দেওয়া হয়েছে।
ওখানে টোটো ও অটো রাখার স্ট্যান্ড করা হবে। পুরপ্রধান আরও জানান, সরকারি জমিতে থাকা ৩৭-৩৮টি বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নোটিশ দেওয়া হয়েছে।