নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ২১ নভেম্বর :: দক্ষিণ দিনাজপুর :: মুখ্যমন্ত্রীর ধমকের পরেই জেলা পরিষদ এর অচলাবস্থা কাটাতে ততপর হলেন জেলা শাসক নিখিল নির্মল। এদিন সকালেই তরিঘরি নিজের চেম্বারে ডেকে পাঠালেন শাসক দলের নেতা, সদস্যদের।
সকাল ১১ টা থেকে প্রায় ১.৩০ টা পর্যন্ত চলা ওই সভার পরে জেলাপরিষদে থমকে থাকা নানা প্রকল্পের জট কেটে যেতে পারে বলে আশা তৃণমূল শিবিরের। তবে এদিনের সভায় বিজেপির দিকে থাকা সভাধিপতি, পুর্ত কর্মাধ্যক্ষদের কাউকে না ডাকায়, বা তাদের বাদ দিয়ে জেলা পরিষদের অচলাবস্থা কিভাবে কাটাবেন জেলা শাসক, তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে।
আগামী সাতদিনের মধ্যে জেলার উন্নয়ন মুলক কাজের জন্যে পরে থাকা বরাদ্দ অর্থের খরচের যে উদ্যোগ মুখ্যমন্ত্রী নেবার নির্দেশ দিয়ে গিয়েছেন, তাও কিভাবে বাস্তবায়ন করবেন জেলা শাসক তথা জেলা পরিষদের নির্বাহী আধিকারিক নিখিল নির্মল, তা নিয়েও ধন্দ থেকে যাচ্ছে।
এদিন সভা শেষে অবশ্য সভার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জেলা শাসক নিখিল নির্মল।