অবতক খবর :: কুলটি :: করোনার সতর্কতা নিতে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আসানসোলর কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত বাংলা ঝাড়খণ্ড সীমান্তবর্তী ডুবুডি চেকপোস্ট বর্ডারটি রবিবার রাত্রি ১২টার সময় সিল করে দেয়া হল।
ঝাড়খণ্ড দিক থেকে আসা খাদ্যদ্রব,এবং ওষুধ বোঝাই গাড়ি ছাড়া সমস্ত রকমের মালবোঝাই ও যাত্রীদের গাড়িকে পশ্চিমবঙ্গে ঢুকতে দিয়া হল না। সমস্ত গাড়ি গুলিকে ঝাড়খণ্ডের দিকে ঘুরিয়ে দিয়া হল।কুলটি থানার ইনচার্জ সোমনাথ ভট্টাচার্য ও চৌরাঙ্গী ফাঁড়ির ইনচার্জ অনন্ত রায় সহো বীশাল পুলিশবাহিনী দাঁড়িয়ে থেকে ডুবুডি চেকপোস্ট বর্ডার সিল করেন।
ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে আসা সমস্ত গাড়ির চালান চেকিং করা হয় কী কোন গাড়িতে কি বোঝাই দ্রব্য রয়েছে তা তদন্ত করা হয়। শুধু মাত্র খাদ্যদ্রব্য গাড়ি ও ওষুধ বোঝাই গাড়ি গুলিকে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে দিয়া হয়। তাছাড়া ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে আসা বিভিন্ন ধরনের লরি, ট্রাক,বাস প্রভৃতি গাড়িকে ঝাড়খণ্ডের দিকে ঘুরিয়ে দেন।
শুধু মাত্র পশ্চিমবঙ্গে প্রবেশ করে ওষুধবোঝাই গাড়ি ও খাদ্যদ্রব্য বোঝাই গাড়িকে পশ্চিমবঙ্গে ঢুকতে দেয়া হয় !