হক জাফর ইমাম :: অবতক খবর :: ১৯ নভেম্বর :: মালদহ :: আজ থেকে দেড় বছর আগে মালদায় প্রশাসনিক বৈঠক করতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে এসেছিলেন। সেখানে চিকিৎসাধীন থাকা গণধর্ষণের শিকার কুশমণ্ডির এক নির্যাতিতাকে দেখতে যান তিনি। সেসময় হাসপাতাল জুড়ে ধুলো-বালি উড়তে দেখে রুষ্ট হন ও মালদা ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান নীহার রঞ্জন ঘোষকে প্রশাসনিক বৈঠকে নির্দেশ দেন। প্রতিদিন অন্তত দুবেলা করে হাসপাতাল চত্বরে পরিষ্কার পরিচ্ছন্ন ও জল ছিটোতে নির্দেশ দেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুদিন পর থেকেই মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে দুবেলা করে পরিষ্কার পরিচ্ছন্ন ও জল ছিটোন শুরু হয়েছিল। কিন্তু কয়েকমাস চললেও তারপর বন্ধ হয়ে যায় জল ছিটানোর কাজ। এখন ধুলোবালিময় মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল চত্বর।