অবতক খবর,২৬ মার্চ: মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালের পর বুধবার ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে স্মার্ট ওডিপি-র নতুন ভবনের শিলান্যাস অনুষ্ঠান হল। সাংসদ তহবিলের দুই কোটি টাকায় নির্মিত হবে এই ওডিপি ভবন।
এদিনের শিলান্যাস অনুষ্ঠানে হাজির ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী, মহকুমা শাসক সৌরভ বারিক, নৈহাটির বিধায়ক সনৎ দে, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, জেলা স্বাস্থ্য আধিকারিক সমুদ্র সেনগুপ্ত, প্রমুখ।
প্রসঙ্গত, নৈহাটির উপ-নির্বাচনের পর বড়মার মন্দিরে পুজো দিতে এসে নৈহাটি ও ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে স্মার্ট ওপিডি গড়ে তোলার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ভাটপাড়া ও নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালে ওপিডি ভবন নির্মাণের কাজ এবার শুরু হবে।