অবতক খবর,১২ আগস্ট,বাঁকুড়া:- বৃহস্পতিবার বিষ্ণুপুরের আর্ট বিকাশ কেন্দ্রের পক্ষ থেকে তৈরি করা হয়েছে একটি বিশাল আকৃতির রাখি । যার মধ্যে ফুটে উঠেছে বিষ্ণুপুরের একের পর এক ঐতিহ্য রয়েছে ১০৮ দুয়ারী রাস মঞ্চ, রয়েছে টেরাকোটা শিল্প, রয়েছে জোর বাংলো মন্দির, রয়েছে মাটির তৈরি ঘোড়া, রয়েছে লণ্ঠন শিল্প এই ধরনের একাধিক বিষ্ণুপুরের ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে এই রাখির মধ্যে এবং সেই রাখি পরানো হলো রাখি বন্ধনের এই শুভক্ষণে বিষ্ণুপুরের মহকুমা শাসক অনুপ কুমার দত্তের হাতে ।
এই বিশালাকৃতি রাখি বানানোর মূল উদ্দেশ্য একটাই সম্প্রীতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুর কে নতুন জেলা করা হবে এমনটাই ঘোষণা করেছেন আর সেই খুশিতেই এই উদ্যোগ এমনটাই জানাচ্ছেন বিষ্ণুপুর আর্ট বিকাশ কেন্দ্রের কর্ণধার শুভ্রদীপ দাস । আর্ট বিকাশ কেন্দ্রের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মহকুমা শাসক ।