অবতক খবর,৩ এপ্রিল,চন্দ্রকোনা: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভার ঝাকরায় সোমবার বিকেল ২ টার সময় কৃষক সমাবেশ করতে আসার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর! সেই মতোই প্রস্তুতি ছিল তুঙ্গে বিজেপির পক্ষ থেকে। তবে গতকালই প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় সভার অনুমোদন বাতিল করা হয়েছে। তারপরেও বিজেপি নেতৃত্ব এক-প্রকার অনুমতি ছাড়াই সভা করার দিকে অগ্রসর হয়েছিলেন। কিন্তু সোমবার দুপুর ১২.৩০ নাগাদ বিজেপির জেলা সভাপতি তন্ময় দাস জানান, প্রশাসনের পক্ষ থেকে অনুমতি না-মেলায় সভাটি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিজেপি জেলা সভাপতি জানান আজকে শুভেন্দু অধিকারী আসবেন কৃষক পরিবারের সাথে দেখা করার জন্য। সেই সঙ্গে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও আক্রমণও করেন।
তিনি জানান পূর্ব মেদিনীপুর জেলায় সভা করতে আসছে মুখ্যমন্ত্রী, তার সভায় লোকজন হবে না বলে জোর করে প্রশাসন আমাদের সভাকে বাতিল করেছেন। পাশাপাশি তিনি বলেন প্রত্যেকটি সভা থেকে যেভাবে তৃণমূলের দুর্নীতির ডকুমেন্টস বেরিয়ে আসছে তাই বিজেপি ভয় পাচ্ছে তৃণমূল। অপরদিকে তৃণমূল ঘাটাল সাংগঠনিক জেলার যুব সভাপতি সৌরভ চক্রবর্তী জানান, কোনো সভা করার অনুমতি দেয় পুলিশ প্রশাসনও এবং মাঠের অনুমতি প্রদান করে স্কুল কর্তৃপক্ষ। সেই অনুমোদন যদি বৈধ না হয় তাহলে কিভাবে সভা করবে সেটা প্রশাসনিক বিষয়। এর সাথে দলীয় কোন সম্পর্ক নেই, আর পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে বলেই বিভিন্ন রাজনৈতিক দল সভা করতে পারছে।