অবতক খবর,৭ আগস্টঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কালনা আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিনা ব্যানার্জি মুখে কালি দিল দুষ্কৃতীরা। এই ঘটনায় কালনা ৮নম্বর ওয়ার্ডে এই নিয়ে তিনবার ঘটলোএই ঘটনা। বার বার এই ঘটনা ঘটায় পুলিশের দ্বারস্থ ওই এলাকার তৃণমূল কাউন্সিলর। অভিযোগের তীর সিপিএমের দিকে। সিপিএমের পক্ষ থেকে দাবি তৃণমূলের অন্তরদ্বন্দ্বের জের এই ঘটনার সঙ্গে সিপিএমের কোন যোগ নেই।

পূর্ব বর্ধমানের কালনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয়ের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ওই আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এর ছবিতে কালি দিল দুষ্কৃতীরা ।

এই নিয়ে কালনা আট নম্বর ওয়ার্ডে তিন তিনবার ঘটল এইরকম ঘটনা।

এলাকার কাউন্সিলর ও দলীয় কর্মীদের অভিযোগ সিপিএম এই ঘটনা ঘটিয়েছে।

বহুদিন দখলে ছিল ওই ওয়ার্ডটি সিপিএমের গত পৌরসভা নির্বাচনে সিপিএমের হাতছাড়া হয়ে যাবার পর থেকেই বার বার তারা এই ঘটনা ঘটাচ্ছে বলে দাবি তৃণমূল কর্মীদের।

সিপিএমের পক্ষ থেকে সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন সিপিএমের লোকাল কমিটির সদস্য।

তার দাবি এই ঘটনা তৃণমূলের নিজেদের অন্তর্দ্বন্দ্বের ফলে বারবার ঘটছে এর সঙ্গে সিপিএমের কোন যোগ নেই।

বারবার আট নম্বর ওয়ার্ডে কালনা শহরে তৃণমূল নেতা নেত্রীর মুখে কালি দেওয়ায় এলাকায় রয়েছে রাজনৈতিক চাপানোতর ।

কাউন্সিলর কালনা থানায় অভিযোগ দায়ের করার পর তদন্ত নেমেছে কালনা থানার পুলিশ।।