অবতক খবর,১৮ আগস্টঃ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক নিষ্ঠ ভাবে বঙ্গে শিল্পায়নের কাজ করে চলেছেন। শিল্প মানেই যে বড় উদ্যগ হতে হবে তা নয়। ছোটো মাঝারি ও বড় সমস্ত শিল্প মানুষের আর্থিক উন্নয়নের চাবিকাঠি হয়ে উঠতে পারে । বিশেষত নতুন শিল্প যাতে বাংলায় শুরু করতে পারে সেই কথা মাথার রেখে একটি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিল্পের সমাধানে শিল্প উদ্যোগীদের দুয়ারে এম এস এম ই ক্যাম্প এর আয়োজন করেছেন। বহরমপুরের রবীন্দ্রসদনে এই ক্যাম্প করা হয়, একটি শিল্প তৈরিতে তিনি যে সকল সাহায্যের প্রয়োজন সকল বিষয়ে উৎসাহের সাথে সাহায্য নিয়ে আগামী দিনে নতুন শিল্পকে লক্ষ্যে এগিয়ে যাবার প্রেরণা যোগানোর জন্য এটি একটি মহৎ ভাবনা। এই একি জায়গায় বিবিধ ছাড়পত্রের সমাধান যেমন লাইসেন্স, পলিউশন সার্টিফিকেট, জমির চরিত্র গঠন, এছাড়া উৎকর্ষ বাংলায় অধীনে স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ, পঞ্চায়েত বা পুরসভা ট্রেড লাইসেন্স ও নবীকরণ, ব্যাঙ্ক লোন, এম এস এম ই পোর্টাল নথিভুক্ত করা, হস্তশিল্প ও তাঁত শিল্পীদের তালিকা ভুক্ত করা। সকল বিষয় নিয়ে মানুষের কাছে একটি ছোটো শিল্প তৈরি করতে যারা ছোট শিল্পের সাথে যুক্ত কিভাবে তারা সামনের দিনে বড় আকারে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আলোচনা করা হয়।