অবতক খবর সংবাদদাতা :: বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবি নিয়ে বহরমপুর সি এম ও এইচ অফিসে বিক্ষোভ দেখালো 26 টি ব্লক থেকে আসা সেকেন্ড এএনএম কর্মীরা। তাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রত্যন্ত গ্রামের এলাকার মানুষরা অসুবিধায় পড়লে সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসা যাবতীয় এ এন এম কর্মীরা করে থাকেন এবং গ্রামের মানুষেরা যত রাত্রি হোক না চিকিৎসা পাওয়ার আশায় তাদের বাড়ি চলে আসেন।

কিন্তু তাদের অভিযোগ মাননীয় মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত তাদের স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি করেননি , এছাড়াও তাদের আক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী একবারের জন্য তাদের নাম করেন না। এইসব দাবি নিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কাছে ডেপুটেশন জমা দেন সেকেন্ড এ এনএম কর্মীরা। এবং বিষয়টি নবান্নে পাঠিয়ে দেওয়া হবে বলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক আশ্বস্ত করেন।