অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- মুর্শিদাবাদে নাকুরতলা মোড়ে ” চায় পে চর্চায় ” যোগ দিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। এই দিন তিনি জানান সামনে বিধানসভা ভোটে পাখির চোখ করে রেখেছে মুর্শিদাবাদ জেলাকে। তিনি আরো বলেন এইখানে সরকারি সম্পত্তি প্রশাসনের কিছু লোকদের সহযোগিতায় বাইরের লোকদের কাছে বিক্রয় করে , তাদের নাম ভোটার লিস্টে তুলছেন তৃণমূলের কিছু দুষ্কৃতীরা

আমি এখানকার নেতৃত্বকে বলেছি এদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য , নির্বাচনী কমিশনারকে লিখিত দেন এবং তার একটি কপি আমাকে দেন। দেখছি কোনো ব্যবস্থা হয় কি না।

তিনি বলেন পুলিশের যে আধিকারিকরা আমাদের লোকদের বিনা দোষে কেস দিয়ে জেল খাটাচ্ছেন , তাদের উদ্দেশে বলেন আর মাত্র ১২০দিন , তার পর আপনাদেরকে এই ঘটনার জন্য জবাবদিহি করতে হবে।

এবার যদি ২০২১ এ বিধানসভায় বিজেপি ক্ষমতায় না আসতে পারে , তা হলে মুর্শিদাবাদ কে মমতা ব্যানার্জি ,আব্বাস সিদ্দিকী ও ওয়েসির দল পশ্চিমবঙ্গের মানচিত্র থেকে বাদ দিবে। এইদিন ” চায় পে চর্চায় ” বহু রাজনৈতিক দল থেকে বিজেপিতে যোগদান করে বহু কর্মী-সমর্থক। এরপর তিনি দলীয় চিহ্ন অঙ্কন করে দেওয়াল লিখনের সূচনা করেন।