অবতক খবর,৯ আগস্ট: রবিবার রাতে জলঙ্গির সাদিখানদেয়ার হাসপাতাল মোড়ে নাকা চেকিংয়ের সময়ে দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে মোট ৪৫ কেজি গাঁজা উদ্ধার হয়।
ধৃত ব্যক্তিদের নাম নন্দকুমার সরকার, রুবেন সরকার। ধৃত ওই দুই ব্যক্তিকে আজ বহরমপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।