অবতক খবর,২৮ ফেব্রুয়ারিঃ মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের সঙ্গে বিএসএফের সম্পর্ক মজবুত করতে ১১৭ নং বিএসএফ ব্যাটালিয়নের উদ্যোগে
দুই দিন ধরে বিএসএফ ক্যাম্পে সিভিক অ্যাকশন প্রোগ্রামের আয়োজন হল। গতকাল হারুডাঙ্গা BOP ও আজ কাহারপাড়া BOP বিএসএফ ক্যাম্পে সিভিক অ্যাকশন অনুষ্ঠিত হয়। এদিন এলাকার বেশকিছু ক্রীড়াপ্রেমী ছেলে মেয়েদের খেলাধূলার প্রতি উৎসাহ দিতে খেলার সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী খাটিয়া,বাসনপত্র,প্রেসার কুকার, ছাত্র ছাত্রীদের স্কুল ব্যাগ সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়। উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকার গরীব দুঃস্থ মানুষদের বিভিন্ন ভাবে সহযোগিতা করে থাকে বিএসএফ কর্মীরা।
বছরের বিভিন্ন সময় নানান কর্মসূচি নেওয়া হয় বিএসএফের তরফ থেকে। এদিনও বিনামূল্যে কিছু জিনিসপত্র তুলে দেওয়া হয়।বিএসএফের এই উদ্যোগে খুশি সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষজন।