অবতক খবর :: মুর্শিদাবাদ :: জঙ্গিপুরের একাধিক গ্রামে আতঙ্কে গোবর, গোমূত্র, কদর বেড়েছে নানা জায়গায় সেই তালিকা এবার এক অন্য জিনিস লক্ষ্য করা গেল ঈশান কোণে মাটি খুঁড়ে পাওয়া পোড়া কাঠ। করোনাভাইরাস এর দাওয়াই হিসাবে পোড়া কাঠ এবার মানুষের ভরসা।
বাড়ির ঈশান কোন খুঁড়ে বের হচ্ছে পোড়া কাঠের টুকরো আবার কোথাও বের হচ্ছে বেলপাতা, সিঁদুর পাতা, জবা ফুল, এই গুজব সকাল থেকেই চাঞ্চল্য সুতি এক নম্বর বংশবাটী, হিলোরা সহ একাধিক এলাকায়, সুতি ব্লকের এক নম্বর আহিরণ এ মিলে যে পোড়া কাঠ।
এছাড়াও ২ নম্বর ব্লকে একাধিক কাঠ-কয়লা মিলেছে, তবে গ্রামের বাসিন্দারা জানিয়েছেন কোথায় থেকে পোড়া কাঠের টুকরো সিঁদুর পাতা, আসছে তা তারা জানেন না, পোড়া কাঠের টুকরো সিঁদুর পাতা, কপালের টিপ হিসাবে নিচ্ছেন করোনার দাওয়াই হিসাবে। সেই টিপ ভরসা দিচ্ছে গ্রামবাসীদের এমনটাই জানা যাচ্ছে।