অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- মুর্শিদাবাদের ফারাক্কার গঙ্গার ধার থেকে জেসিবি মেশিন লাগিয়ে মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ তুলে মেশিন আটকে বিক্ষোভ এলাকাবাসীর। ফারাক্কা ব্লকের দক্ষিণ রামরামপুর এলাকার ঘটনা।

স্থানীয়দের অভিযোগ মুর্শিদাবাদের ফারাক্কা ও সামসেরগঞ্জ ব্লকের সব থেকে বড়ো সমস্যা গঙ্গা ভাঙন। ফারাক্কা ব্লকের ,হোসেনপুর ,কুলিদিয়ার সহ বিভিন্ন এলাকায় গঙ্গা ভাঙনে বহু মানুষ ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হয়েছে।

অথচ ফারাক্কা ব্লকের নয়নসুখ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রামরামপুর এলাকায় অনায়াসে মাটি মাফিয়ারা জেসিবি মেশিন লাগিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছে।

অথচ প্রশাসনের কোন ভূমিকায় লক্ষ করা যায় না। তাই আজ গ্রাম বাসীরা মাটি মাফিয়াদের মাটি কাটার মেশিন আটকে বিক্ষোভ দেখায়।এলাকায় মাটি কাটার চালাচ্ছিল মাটি মাফিয়ারা।