অবতক খবর,১২ মে: মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশকে থোড়াই কেয়ার ।মুর্শিদাবাদে দিনে দুপুরে সরকারি জমি দখল করে চলছে অবৈধ নির্মাণ।নিশ্চুপ প্রশাসন অভিযোগ স্থানীয় মানুষ থেকে বিরোধী দলের ।

স্থানীয় সূত্রে জানা যায়, ভগবানগোলার রামবাগ এলাকায় ১ একর সেচ দপ্তরের জায়গা আছে ।সেই জায়গার একাংশের উপরে স্থানীয় দুই প্রভাবশালী ব্যক্তি দিনে দুপুরে অবৈধ নির্মাণ করছে।অবৈধ নির্মাণের কথা একাধিকবার স্থানীয় প্রশাসন থেকে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ করা হয়।তাতেও কোন সুরাহা হয়নি।লিখিত অভিযোগের পরেও বহাল তবিয়তে চলছে অবৈধ নির্মাণ কাজ।অভিযোগ কারীদের অভিযোগ শাসক দল ও স্থামীয় প্রশাসনের একাংশের মদতেই দিনে দুপুরে চলছে সরকারি জায়গায় অবৈধ নির্মাণ।সেচ দপ্তরের এই জায়গাটি নিকাশির কাজে ব্যবহৃত হতো।এখন অবৈধ নির্মাণ হলে সমস্যায় পড়তে ভাবে ভগবানগোলার রামবাগ সহ বিস্তীর্ণ এলাকার মানুষ কে।