অবতক খবর , সংবাদদাতা, মুর্শিদাবাদ :: আসন্ন বিধানসভা 2021 কে পাখির চোখ করে রাজ্য জুড়ে সংগঠনে রদবদল তৃণমূল। দলকে ঢেলে সাজাতে উদ্যোগী হল রাজ্য তৃণমূল কংগ্রেস। সংগঠনকে বিধানসভা নির্বাচনের আগে রদবদল করে দলকে সার্বিক ক্ষেত্রে ঢেলে সাজাতে চান তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে মুর্শিদাবাদ জেলাতেও বেশকিছু ক্ষেত্রে রদবদল করছেন।পর্যবেক্ষকের দায়িত্ব থেকে মুক্তি দেয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে। মুর্শিদাবাদ জেলায় ছজনের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে ।তার শীর্ষে চেয়ারম্যান পদে এসেছেন সুব্রত সাহা।
মুর্শিদাবাদ জেলা নতুনভাবে দায়িত্বভার পেলেন জেলা চেয়ারম্যান হিসাবে সাগরদীঘির বিধায়ক সুব্রত সাহা। এবং জেলার চারজনকে কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে । সাংসদ খলিলুর রহমান, অরিত মজুমদার, অশোক দাস ,সৌমিক হোসেন।
খলিলুর রহমান দায়িত্বে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা, সুতি, জঙ্গিপুর ,রঘুনাথগঞ্জ, লালগোলা, নবগ্রাম, খরগ্রাম, জলঙ্গি। অরিত মজুমদারের দায়িত্বে বড়ঞা, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর ,নওদা।
অশোক দাস এর দায়িত্বে মুর্শিদাবাদ ,হরিহরপাড়া, ভরতপুর, ডোমকল, কান্দি। সৌমিক হোসেন এর দায়িত্বে সাগরদিঘী, সামশেরগঞ্জ, ভগবানগোলা, রানীনগর।
মুর্শিদাবাদ জেলায় যুব তৃনমূলের জেলা সভাপতি হলেন পেশায় আইনজীবী ইমতিয়াজ কোবির। মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে দায়িত্বে থাকবেন সাংসদ আবু তাহের খান।