অবতক খবর,১১ আগস্ট:মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার ও আর্মি ইন্টেলিজেন্ট এর যৌথ উদ্যোগে উদ্ধার হলো বোম আগ্নেয়াস্ত্র।

গতকাল রাত্রে গোপন সূত্রে খবর আসে। আর্মি ইন্টালিজেন্ট নবগ্রাম অফিসে সাথে সাথেই নবগ্রাম থানা ও আর্মির যৌথ প্রচেষ্টায় উদ্ধার হয় বোম ও আগ্নেয়াস্ত্র,
ঘটনাটি ঘটেছে নবগ্রামের মহুরুল এলাকায়।