অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- আজ বহরমপুর এর একটি বেসরকারি অনুষ্ঠান বাড়িতে জেলা তৃণমূলের একাধিক নেতৃত্ব একটি বৈঠক করেন। বৈঠক শেষে সাংসদ আবু তাহের খান জানান দীর্ঘদিন ধরেই মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মন্ডল শুধুমাত্র দলে আছেন এবং দল বিরোধী কাজ করছেন। তাকে কোনো দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে না ,সেইজন্যই জেলা পরিষদের সদস্য এবং জেলার যারা বিধায়ক এবং কডিনেটর আছেন তাদের নিয়ে সর্বসম্মতভাবে মোশারফ হোসেন মন্ডল কে তৃণমূল দল থেকে বহিষ্কার করা হল।
দীর্ঘদিন ধরেই জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মণ্ডল জেলা নেতৃত্বের সঙ্গে দূরে থাক ছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে রাজনৈতিক সভা করেন সেখানে অনুপস্থিত ছিলেন , সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার করেননি তিনি।অবশ্যই তিনি জানিয়েছিলেন বাবার অসুস্থতার কারণে তিনি থাকতে পারেননি।
তিনি এও জানান, রাজ্য তৃণমূল নেতৃত্তের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখনই জেলা পরিষদের সভাধিপতি থেকে তাকে বহিষ্কার করা হবে কিনা সেবিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। একটি সিদ্ধান্ত নিতে হলো জেলা তৃণমূল কমিটিকে। এদিনের এই সভায় জেলা পরিষদের 69 জন সদস্যদের মধ্যে 60 জন সদস্য উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা চেয়ারম্যান সুব্রত সাহা , মোঃ সৌরভ জেলা সভাপতি , আবু তাহের খান , মইনুল হাসান , সৌমিক হোসেন ,অশোক দাস , অরীত মজুমদার , রবিউল আলম চৌধুরী শাহিনা মমতাজ বেগম এবং শাহনাজ বেগম।