অবতক খবর , সংবাদদাতা , লালবাগ :- নবাবের শহর মুর্শিদাবাদে , বাংলার গর্ব ও সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে পৌরসভার তরফ থেকে এক বর্ণাঢ্য প্রভাতফেরির আয়োজন করা হয় মুর্শিদাবাদ পৌর প্রশাসক বিপ্লব চক্রবর্তীর নেতৃত্বে। পৌরসভা সামনে প্রতিষ্ঠিত পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূর্তির পাদদেশে থেকেশুরু করে সারা শহর পরিক্রমা করে এই শোভাযাত্রা। এই প্রভাতফেরিতে অংশগ্রহণ করেন বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধি এবং কর্মীর সদস্য সহ তৃণমূল সদস্যরা।
বান্ধব সমিতির ব্যান্ড এবং সুর ও ছন্দ গানের দল তাদের দলবল নিয়ে এই প্রভাতফেরী কে আরো বেশি মাধুর্যময় করে তোলে শহর পরিক্রমা করে এই দল পুনরায় সেই ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর মূর্তির পাদদেশে এসে পৌঁছায় ও মাল্যদান করে তাকে স্মরণ করেন গুণীজনরা।
মুর্শিদাবাদ পৌরসভার পৌর প্রশাসক বিপ্লব চক্রবর্তী জানান যে শুধু এই শহরের নয় , সারা রাজ্য জুড়ে প্রত্যেক পৌরসভার উদ্যোগে পালন করা হচ্ছে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০তম জন্ম শতবার্ষিকী।
তিনি আরো বলেন গত ১৪ ই মে ২০১৯ এইদিন বিজেপির তৎকালীন সর্বভারতীয় অধ্যক্ষ এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতার রোড শো করেছিলেন , সেই দিন বাংলার ইতিহাসের সবচেয়ে বড় কালো দিন ছিল। তিনি বলেন ১৪ ই মে জঘন্যতম অপরাধ করা হয়েছিল এই দিন বাংলার ইতিহাসকে কলঙ্কিত করে কলকাতা বিশ্ববিদ্যালয় পুর্ন বহরের বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ছিলেন তারা ।বিপ্লব চক্রবর্তী বলেন বাংলার মুখ্যমন্ত্রী বিজেপির এই দ্বিচারিতা ও জঘন্যতম অপরাধের প্রতিবাদে গর্জে উঠে ছিলেন , তাঁর নির্দেশে রাজ্যের প্রায় ১০০ টিরও বেশি পৌরসভা ও তার অঞ্চল এলাকায় বিদ্যাসাগরের মূর্তি প্রতিষ্ঠা করা হয়।
পশ্চিমবঙ্গ বিদ্যাসাগর পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আপামর বাঙালির কাছে শুধু গর্ব নন , তিনি আমাদের রন্ধে রন্ধে বসে রয়েছেন। আমাদের তার দৌলতে বর্ণপরিচয় ও সহজপাঠ মাধ্যমে হাতে খড়ি হয়েছে। তিনি জানান আজ সন্ধ্যে পৌর প্রাঙ্গণে শহরের প্রবীণ শিক্ষক ও শিক্ষানুরাগী এবং পুলিশকর্মীদের সম্মানিত করা হবে। শহরের সম্মানিত করা হবে সেই সকল শিক্ষক শিক্ষা গুণীজনদের যারা সমাজ সংস্কারের ভূমিকা পালন করেছেন। বিদ্যাসাগর স্মৃতি রত্ন সম্মান মানপত্র ও উপহার তুলে দেবেন পৌর প্রশাসক বিপ্লব চক্রবর্তী।