অবতক খবর,২৮ জানুয়ারি: মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন এলাকায় চলল গুলি। ৪ থেকে ৫ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে খবর। বেশ কয়েকজন দুষ্কৃতী এসে এলো পাথারি গুলি চালায় বলে অভিযোগ।

প্রাথমিক অনুমান, জমি সংক্রান্ত বিবাদের জেরে ই গুলি চলেছে। ঘটনাস্থলে পৌঁছেছে মুর্শিদাবাদ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীদের খোজে তল্লাশি চলছে।