অবতক খবর,১৪ মে: আজ খুশির ঈদ। এইবছর ঈদের খুশি যেন ম্লান হয়ে গেছে। এই কঠিন পরিস্থিতিকে মাথায় রেখে বীজপুরে নামাজ আদায় করলেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। করোনা বিধিকে মাথায় রেখে এবার ছোট ছোট প্রার্থনা সভার আয়োজন করা হয়।
অন্যদিকে ঈদ উপলক্ষে বীজপুরের যুব নেতা কমল অধিকারী মুসলিম অধ্যুষিত এলাকায় গিয়ে তাদের সঙ্গে ঈদ পালন করলেন এবং সকলের মধ্যে সেমাই ও মিষ্টি বিতরণ করলেন।
এ প্রসঙ্গে তিনি জানান,”আজ মুসলিম সম্প্রদায়ের ঈদ এবং আমাদের হিন্দুদের অক্ষয় তৃতীয়া। কি অদ্ভুত! একই দিনে দুটি আলাদা আলাদা সম্প্রদায়ের দুটি ভিন্ন ভিন্ন উৎসব। কিন্তু আজকে সব যেন মিলেমিশে একাকার। এই বীজপুর অঞ্চলে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করেন। মুসলিমদের উৎসবে সামিল হন হিন্দুরা এবং হিন্দুদের উৎসবে মেতে ওঠেন মুসলমানরা। সুতরাং এখানে কোন ভেদাভেদ নেই। আসলে আমরা রক্তে-মাংসে গড়া মানুষ। আমাদের একটাই ধর্ম, মনুষ্যত্ব।”