মৃগমুদ্রা
তমাল সাহা
শোনরে মানুষ! শোনরে ওরে!
দুনিয়াকে ধর বুকে;
বাঁদিকের হৃদয় মুড়ে।
সেখানেই মানুষ বসত করে–
আরে! কাজ করে যা জীবন জুড়ে।
তারপরে সব ঊর্ধ্বমুখী
এ জনম তোর হবে সুখী
দেহ তো নয় চিরস্থায়ী
পুড়ে পুড়ে যায় যে উড়ে।
বস্তুবাদে এসবই বলে
সে ছবিটাই দেখ সকলে!
যে মুদ্রা দেখায় মার্গ
তাকেই মৃগমুদ্রা বলে।
কেনরে তুই ভব ভুলে?
তুই কি নির্বোধ জ্ঞানপাপী!
শুধু মুদ্রা-মোহর কামাইবাজি।
তোর যে কি হবেরে অকাজী
বুঝলি নারে তুই এতোই পাজি!