অবতক খবর,১০ অক্টোবর: উত্তরাখণ্ডে তুষার ধসে মৃত বাংলার পর্বতারোহী মরদেহ আজ দুপুর ২:০০ নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছল। পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করতে উপস্থিত ছিলেন মাননীয় ক্রীড়া মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস ।
Indigo ফ্লাইটে আসে দেহ।তুষারধসে কমপক্ষে দশজনের মৃত্যু হয় বলে উত্তরাখণ্ডের পর্বতারোহণ প্রশিক্ষণ কেন্দ্র নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং (এনআইএম) সূত্রে জানা যায়। মঙ্গলবার নবমীর সকালে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে দ্রৌপদী কা ডান্ডা-২ পর্বত শৃঙ্গে ভয়াবহ তুষারধসে আটকে পড়ে ৪১ জন সদস্যের একটি পর্বতারোহীর দল। এর মধ্যে রয়েছেন তিনজন বাঙালি পর্বতারোহী রয়েছেন।
এই ৩ বাঙালি পর্বতারোহীর নাম হল সৌরভ বিশ্বাস, অমিত কুমার সাউ এবং সন্দীপ সরকার। এদিন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস মরদেহের কলকাতা বিমানবন্দর শেষ শ্রদ্ধা জানান। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিল পরিবার।