নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া ::    মেজিয়ার বানজোর গ্রামে গরুর সৎকারের উদ্যোগ নিয়েছেন গ্রামবাসীরা। সকাল থেকেই তারা গ্রামের মানুষের সাথে বৈঠক করে এই সিদ্ধান্ত নেন। গতসোমবার বিকেলে বাঁকুড়ার মেজিয়ায় শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড়-বৃষ্টি।আর এই ঝড় বৃষ্টির পাশাপাশি জোর যাত্রা তত্র বজ্রপাত হয়। মেজিয়ার বানজোর গ্রামে সেই বজ্রপাতে মৃত্যু হল ৬ টি গবাদি পশুর।

স্থানীয় সূত্রে খবর সকালে বেশ কিছু গবাদি পশু মাঠে চরানোর জন্য নিয়ে যায় গ্রামের চার জন রাখাল। বিকেল দিকে আচমকাই বজ্রবিদ্যুৎ সহকারে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হলে রাখাল দল গবাদি পশু গুলিকে বাড়ি নিয়ে আসার চেষ্টা করে। ঠিক সেই সময় বজ্রপাতে মৃত্যু হয় ৬ টি গবাদি পশুর। গবাদি পশু গুলিকে সৎকারের উদ্যোগ নিয়েছেন গ্রামবাসীরা।