অবতক খবর,বাঁকুড়াঃ সুরক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রমিকরা সেইসময় সুরক্ষার শপথ করছিলো। ঠিক তখনই এক শ্রমিকের নজরে আসে ২২০ কেভি সুইচ ইয়ার্ডের সামনে কালো ধোঁয়া। শ্রমিকেরা দেখেন সুইচ ইয়ার্ডের কাছে ২৩০ ও ২৩১ নম্বর হাই টেনশন লাইনের নিচের জমিতে থাকা শুকনো ঘাস, ঝোপ ঝাড় দাউ দাউ করে জ্বলছে । পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি করে খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দমকলের ৩ টি ইঞ্জিন আসে এবং বেশ কিছুক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।
মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের সূত্রে জানা গিয়েছে, অগ্নিকান্ডে ফলে কোন শ্রমিকের বা বিদ্যুৎ কেন্দ্রের তেমন কোন ক্ষতি হয়নি।