অবতক খবর,৮ আগস্টঃ মেট্রোর কাজের জন্য বেহাল ডায়মন্ডহারবার রোড-

আমরা বহুবার বলেছি। আসলে ওদের পাইলিং চলছে। রাস্তা নড়ে যাচ্ছে। নতুন নতুন জায়গায় রাস্তা ভেঙ্গে যাচ্ছে। আমি বলেছি, দৈনিক একটা রক্ষনাবেক্ষন করুন। ওরা কথা শুনছে না। একবালপুরের পর ওটা মাটির নীচে প্রবেশ করবে। আমরা বাধা দিচ্ছি না। তাহলে বলবে কাজ বন্ধ করে দিচ্ছে। অসহযোগ করছে। তাই আপাতত অনুরোধ জানাচ্ছি।

বিভিন্ন রাস্তায় খোঁড়াখুঁড়ির পর আর রাস্তা মেরামত হচ্ছে না।—-

আমাদের বর্ষায় নিতান্ত প্রয়োজন ছাড়া রাস্তা খোঁড়ায এমবার্গো জারি আছে। যা পুজো পর্যন্ত বহাল আছে। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে ম্যাস্টিক অ্যাসফল্ট রাস্তায় তৈরি বন্ধ। এতে আমাদের অসুবিধা হচ্ছে। কলকাতা পলিমাটির শহর। এখানে পিচ করে লাভ হবে না।
সুব্রত মুখার্জি মেয়র থাকাকালীন নতুন পদ্ধতি এনেছিলেন। ম্যাস্টিক দিয়ে করা রাস্তা দীর্ঘস্থায়ী হতো। নতুন কি টেকনোলজি আনব, সেটা নিয়ে আমরা খুব চিন্তিত। মেকানিকাল ম্যাস্টিক খুব চওড়া রাস্তা ছাড়া ব্যবহার করা যায়না। সেই কারণে মা উড়ালপুল ঠিকমতো সারানো যাচ্ছে না। খারাপ রাস্তার কারণে অ্যাক্সিডেন্ট হয়। আদালতের নির্দেশিকা মেনে কাজ করতে হচ্ছে বলে এই অবস্থা।

মেয়রের বৈঠক—

ট্রাফিক, পরিবহণ ও বন্দর নিয়ে বৈঠক করেছি। রো রো সার্ভিস চালুর চেষ্টা চলছে। শালিমার থেকে খিদিরপুর বন্দর পর্যন্ত ৬ মাসের মধ্যে জবরদখল সরিয়ে যদি রো রো সার্ভিস চালু করা যায়, তাহলে আগামি দিনে অত্যধিক ভারী পণ্যবাহী গাড়ির শহরে ঢোকার দরকার পরবে না। তারা শালিমারেই আনলোড করে দেবে।

২৪ এর লোকসভার লক্ষ্যে কোলাঘাটে বিজেপির ভার্চুয়াল বৈঠকে মোদী নাড্ডা।—-

২১ এ চেষ্টা করেছিলেন। ২৪ এও করবেন। স্বাগত জানাই। বাংলার মানুষ বিজেপিকে গ্রহণ করছে না। কোলাঘাট কেন? যে ঘাটেই করুক। সফল হবে না।

সুদীপকে মিষ্টিমুখ করালেন খাড়গে—-

করাবে তো। আমরা তো ইন্ডিয়া। আমরা মার দাঙ্গার ইন্ডিয়া নয়। আমরা বন্ধুত্বের ইন্ডিয়া।

টাকা দিয়ে চাকরি কিনে জেল—-

আমরা আশাবাদী বিচার হবে। ভারতের সংবিধান ওপরে। নিচে কোর্ট। আল্লার ঘরে দের হ্যায়, অন্ধেরা নেহি। সুবিচার হবেই।