অবতক খবর,১৮ সেপ্টেম্বর: গতকাল DVC এবং মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ার ফলে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বন্যা পরিস্থিতি আরো ভয়ংকর রূপ ধারণ করেছে। গতকাল সারারাত ধরে বাঁধ রক্ষার জন্য নিজ নিজ এলাকায় নজরদারি চালিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বহু স্থানে দুর্বল বাঁধ রক্ষা করার জন্য সারাদিন ধরে বাঁধের মেরামতির কাজও করেছেন স্থানীয় বাসিন্দারা।
গতকাল মধ্যরাতে, ঘাটাল মহকুমার দাসপুর ১ব্লকের হোসেনপুরের ভূঁইয়্যাপাড়া এলাকাতে কংসাবতী নদীর বাঁধ জলের চাপে ভেঙে যায়। এরফলে রাজনগর গ্রাম পঞ্চায়েতের বহু গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। জেলাতে প্রশাসনের উদ্যোগে ৪৭টি ত্রাণ শিবির খোলা হয়েছে। প্রায় দেড় হাজার মানুষকে সেই প্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে।
ঘাটাল- চন্দ্রকোনা রাজ্য সড়ক জলমগ্ন হয়ে যাবার জন্য, চন্দ্রকোনার সঙ্গে ঘাটালের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। জলমগ্ন ঘাটাল মহকুমা তে এখন যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকো। সড়ক পথ জলমগ্ন থাকার জন্য বাস সহ কোন ছোট গাড়ির চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।