অবতক খবর,১৫ ফেব্রুয়ারী :  মেদিনীপুর শহরের গির্জা এলাকায় সংরক্ষিত জমি নিয়ে দুই খ্রিস্টান গোষ্ঠীর মধ্যে তীব্র বিবাদের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে খ্রিস্টান সার্ভিস সোসাইটি। আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে সংগঠনের কর্মকর্তারা এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে রেখে বিস্তারিত বক্তব্য পেশ করেন এবং দ্রুত সমাধানের আহ্বান জানান।

খ্রিস্টান সার্ভিস সোসাইটির পক্ষ থেকে প্রস্তাব রাখা হয় যে, সরকারি প্রশাসন ও আদালতের মাধ্যমে জমির মালিকানা যাচাই করা হোক এবং যে কোনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এড়াতে উভয় পক্ষ শান্তিপূর্ণ আলোচনায় বসুক।

সাংবাদিক বৈঠকে সংগঠনের কর্মকর্তা ইম্পা জানা ও শুভজিৎ জানা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপের দাবি জানান। তারা বলেন, “আমরা চাই, সরকার দ্রুত হস্তক্ষেপ করুক প্রয়োজনের CID তদন্ত হোক এবং আইনি দিক যাচাই করে সঠিক সিদ্ধান্ত নিক, যাতে দুই গোষ্ঠীর মধ্যে আর কোনো দ্বন্দ্ব না থাকে।”

এই বিবাদ কতদিন চলবে এবং কিভাবে সমাধান হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে খ্রিস্টান সার্ভিস সোসাইটির আজকের সাংবাদিক বৈঠক পরিস্থিতি শান্ত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন দেখার এ বিষয়ে, প্রশাসন ও দুই গোষ্ঠী কত দ্রুত এই সমস্যার সমাধানে পৌঁছাতে পারে।