অবতক খবর,১০ সেপ্টেম্বর,জ্যোতির্ময় মন্ডল, পূর্ব বর্ধমানঃপ্রথম শ্রেণী থেকে ১২ ক্লাস পর্যন্ত পড়ুয়াদের নিয়ে মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর সাগর বালা , উজনা পঞ্চপল্লী বিদ্যালয় , মন্তেশ্বর সতীকৃষ্ণ মনি বালিকা বিদ্যালয় , মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়, কুসুমগ্রাম তৈয়েবা উচ্চ বিদ্যালয়, মন্তেশ্বর উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়, মন্তেশ্বর সারদার রামকৃষ্ণ মিশন, সহ কাটোয়া ব্লকের চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়, কামাল প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়, মন্তেশ্বর সতীকৃষ্ণমনি বালিকা বিদ্যালয় , কুসুমগ্রাম তৈয়েবা উচ্চ বিদ্যালয় , মালডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় এই চারটি পরীক্ষা কেন্দ্রে মেধা অন্বেষণ পরীক্ষা আয়োজিত হয়। এডুকেশন রিচার্জ ডেভেলপমেন্ট সোসাইটির নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আয়োজকদের তরফ থেকে জানা যায় প্রায় দুই হাজার পড়ুয়া পরীক্ষা দেয়। পরীক্ষা বেলা ১২টা থেকে শুরু হয় শেষ হয় দূপুর ২টোয়। পরীক্ষা ১০০ নম্বরের পরীক্ষা হয়। সফল পরীক্ষাথীদের পুরস্কৃত করা হবে বলে জানান কর্তৃপক্ষ।
পরীক্ষার আগে বেলা এগারোটা থেকে প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে পড়ুয়া ও অভিভাবকদের ভিড় দেখা যায়। পরীক্ষা নির্বিঘ্নে ভালোভাবে শেষ হওয়ায় পড়ুয়া থেকে কর্তৃপক্ষ প্রত্যেককে খুশি।