অবতক খবর : মেমারি : মেমারিতে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের ঘটনা ঘিরে এলাকা ধুন্ধুমার পরিস্থিতি ঘটে। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী পৌঁছায়। পুরো এলাকা ঘিরে ফেলে তহালদারী চালায় কেন্দ্রীয় বাহিনী। শনিবার মেমারির কুচুট এলাকায় নোহাটি গ্রামে প্রচারে গিয়েছিলেন মেমারি বিধানসভার প্রার্থী বিস্মদেব ভট্টাচার্য। তিনি এলাকায় মিছিল করে প্রচার করছিল। তাঁর সঙ্গে প্রচুর বিজেপি সমর্থক মিছিলে পা মিলিয়ে ছিলেন। সংখ্যালঘু অধ্যুষিত এই এলাকার মধ্য দিয়ে বিজেপির মিছিল যাওয়ার সময় গ্রামবাসীরা বাধা দেন।
বিজেপির অভিযোগ, তারা এলাকায় প্রচারে গেলে তৃণমূলের দুষ্কৃতীরা তাদের বাধা দেয়। তাদের প্রচার বন্ধ করতে দিতে বলে। বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয়। এলাকায় বিজেপি কর্মীর বাড়ি ভাংচুর করা হয় বলেই অভিযোগ করেন তাঁরা। তৃণমূলের অভিযোগ, এই মিছিল করার কোনো অনুমতি ছিল না বিজেপির কাছে। স্থানীয় প্রশাসনকে না জানিয়েই ওই এলাকায় মিছিল করে বিজেপি। তাই গ্রামের লোক বাধা দেয়। এরপর তৃণমূল কর্মীদের আক্রমণ করে বিজেপি। তাদের বাড়ি ভাঙচুর করা হয়। তিন বছরের শিশুকেও মারধর করে বিজেপি।
বিজেপি প্রার্থী বিস্মদেব ভট্টাচার্য গাড়ি ভাঙচুরের ঘটনায় ৫জন বিজেপি কার্যকর্তাকে গ্ৰেপতার করে মেমারি থানার পুলিশ। এদিন রবিবার বর্ধমান জেলা আদালতে অভিযুক্তদের পেশ করে পুলিশ ।তাদের মধ্যে একজনকে পুলিশ হেপাজতের আবৈদন করেছে মেমারি থানার পুলিশ।