অবতক খবর,২ মে,নববারাকপুর: রবিবার বিকেলে নববারাকপুর পুরসভার ২নং ওয়ার্ড কমিটির উদ্যোগে স্হানীয় এসএন ব্যানার্জি রোডে হল রক্তদান শিবির। শিবিরের উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।মন্ত্রী বলেন আন্তর্জাতিক মে দিবস এবং আর্ত মানুষের সেবায় এই মানবিক দান মহৎ উদ্যোগ। গ্রীষ্মের প্রখর দাবদাহ ব্লাড ব্যাঙ্ক রক্তের ঘাটতি পূরনে নববারাকপুর বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি বিভিন্ন ওয়ার্ড কমিটি নাগরিকরা এগিয়ে এসে পাশে দাঁড়িয়ে শিবির করছে ।খুব ভালো কাজ।
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই কাউন্সিলর দেবাশিস মিত্র কে। দেবাশিস একজন ভাস্কর শিল্পী। শিল্পী সত্বার মনোভাব নিয়ে নাগরিকদের মধ্যে যথাসাধ্য পরিষেবা পৌছে দেবে আমার নিশ্চিত ধারনা।এসএসকেএম হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় শিবিরে ৫১ জন রক্তদান করেন এদিন শীততাপ নিয়ন্ত্রিত মোবাইল ভ্যানে।উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুখেন মজুমদার, জেলা তৃণমূল নেতা তপন দাস, পুরদলনেতা ডাঃ পংকজ কুমার, স্হানীয় কাউন্সিলর হৃষিকেশ রায়, বেবী চক্রবর্তী, সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ডের সুনাগরিকবৃন্দ।