অবতক খবর,১৫ নভেম্বর,নববারাকপুর :উপলক্ষে শ্যামা পুজো।মায়ের আরাধনায় সবাই আনন্দ উৎসবে মেতে ওঠে।পুজোর পর মানুষের সেবা। রাস্তায় পথেঘাটে বহু ভবঘুরে পথচারী একটু খাবারের জন্য ঘুরে বেড়ায় অথবা বিভিন্ন প্লাটফর্মে বসে থাকে কিংবা শুয়ে থাকে না খেয়েই দিনযাপন করে। এই আনন্দ টা একটু সেইসব পথচারী ও ভবঘুরেদের পাশে দাঁড়িয়ে রাতের খাবার নিয়ে বিভিন্ন প্লাটফর্মে হাজির হল নববারাকপুর মৈত্রী পল্লী অধিবাসীবৃন্দের সদস্যরা।মানব সেবার নজির দৃষ্টান্ত স্থাপন করল মৈত্রী পল্লী অধিবাসীবৃন্দের সদস্যরা।

মঙ্গলবার রাতে নববারাকপুর এবং দমদম প্লাটফর্মে ভবঘুরে পথচারী দের রাতের খাবার ভেজ বিরিয়ানির বাক্স তুলে দিলেন। পুজো কমিটির যুগ্ম সম্পাদক রিপা হালদার জানান শ্যামা পুজো উপলক্ষে পরের দিন এই সেবার আয়োজন। গত বছর থেকে চালু করেছি। পুজোর মধ্যে সকলেই আনন্দ উৎসবে মেতে উঠি। এইসব অসহায় ভবঘুরে পথচারী দের কথা আমরা বেমালুম ভুলে যাই। ওরা ও তো মানুষ। তাদের পাশে দাঁড়িয়ে একদিন হলেও একটু আনন্দ উপভোগ করলাম।তাদের মুখে সামান্য একটু হাসি ফোঁটাতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত ।রাতের খাবার তুলে দেওয়া হয়।গত বছর রাতের খাবার ও শীতবস্ত্র কম্বল দেওয়া হয়েছিল। এবার রাতের খাবার ভেজ বিরিয়ানি দিয়ে আনন্দ উপভোগ করলাম সংগঠনের সদস্যরা। পরম তৃপ্তি অনুভব করলাম ।